0
  Login

Author Archives: bpittech

বাংলাদেশে টিকটকের নিরাপত্তা দূত হলেন তারা

বাংলাদেশে টিকটকের নিরাপত্তা দূত হলেন তারা

বিশ্বের অন্যতম ভিডিও-নির্ভর জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বাংলাদেশে #সেফারটুগেদার নামক কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো, দেশের টিকটক ব্যবহারকারীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতন করা।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে টিকটক তাদের #সেফারটুগেদার কর্মসূচির সেফটি অ্যাম্বাসেডর্স বা নিরাপত্তা দূতদের নাম ঘোষণার পাশাপাশি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে টিকটকের নিরাপত্তা দূত হিসেবে কাজ করবেন বিভিন্ন মাধ্যমের ছয় তরুণ তারকা। তারা হলেন- টেন মিনিট স্কুলের উদ্যোক্তা আয়মান সাদিক, ফুটবলার জামাল ভূঁইয়া, অভিনেত্রী শবনম ফারিয়া, সাবেক মিস বাংলাদেশ পিয়া জান্নাতুল, জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান ও লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ফাইজা।

জনপ্রিয় এই ছয় তারকাদের নিয়ে অনুষ্ঠানে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। আয়মান সাদিকের সঞ্চালনায় আলোচকরা ডিজিটাল সেফটির বিভিন্ন দিক যেমন- ভুল তথ্য, হয়রানি এবং সাইবার বুলিং, ইন্টারনেটের দায়িত্বশীল ও নিরাপদ ব্যবহার, নিরাপদ কনটেন্ট তৈরি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপস্থিত ক্রিয়েটরদের দিকনিদের্শনা ও টিপস দেন কীভাবে তারা টিকটকে নীতিমালা মেনে সুন্দর সব কনটেন্ট তৈরির মাধ্যমে একজন নিরাপদ কনটেন্ট ক্রিয়েটর হতে পারেন।

অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ডিরেক্টর জেনারেল (সিস্টেম অ্যান্ড সার্ভিস) ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আজকের বিশ্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি এই সময়োপযোগী প্রচারণার ব্যবস্থা করার জন্য টিকটককে ধন্যবাদ জানাই। বিষয়বস্তু নির্মাতাদের অবশ্যই দায়িত্বশীলভাবে কাজ করতে হবে এবং অন্যদের অনুপ্রাণিত করে এমন ভালো বিষয়গুলো তুলে ধরতে হবে। আমাদের অবশ্যই ভাইরাল হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে এবং দেশের প্রতিভার প্রতিনিধিত্ব করে এমন বিষয়বস্তু তৈরিতে কাজ করতে হবে।’

অ্যান্ড্রয়েডের জন্য গুগল ক্রোমের নতুন ফিচার

অ্যান্ড্রয়েডের জন্য গুগল ক্রোমের নতুন ফিচার

আপনি গুগলের ক্রোম ব্রাউজারে কিছু ব্রাউজ করছেন, এমন সময় কেউ আপনার মোবাইল ফোনটি চাইলো। এদিকে যে আপনার ফোনটি চাইছে তাকে আপনি দেখাতে চাচ্ছেন না, আপনি কি ব্রাউজ করছিলেন। আবার সেখান থেকে বের হতেও চাচ্ছিলেন না, আবার নতুন করে ব্রাউজ করতে হবে ভেবে।

এমন পরিস্থিতির সমাধান নিয়ে এসেছে ক্রোম। এখন থেকে ইনকগনিটো মোডে আপনি কিছু ব্রাউজ করলে সেই মুহূর্তে ফোন থেকে বেরিয়ে গেলে বা অন্য কোনো অ্যাপে ঢুকে গেলে ক্রোম ব্রাউজার ইনকগনিটো মোডে আপনার ব্রাউজিং ট্যাবটিকে লক করে দিবে। ফলে আপনার ফোন অন্যের হাতে থাকলেও সে চাইলেও দেখতে পারবেন না আপনি আসলে কি ব্রাউজ করছিলেন? কারণ, একবার ইনকগনিটো মোড থেকে বের হয়ে গেলে পুনরায় সেখানে আবার ঢুকতে হলে আপনাকে ফেস রিকগনিশন, ফিংগার প্রিন্ট অথবা পাসকোড দিতে হবে।

 

দারুন এই সুবিধাটি ব্যবহার করতে চাইলে প্রথমে ক্রোমের সেটিংস অপশনে যান। এরপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন যান। এবার ‘লক ইনকগনিটো ট্যাবস হোয়েন ইউ ক্লোজ ক্রোম’ অপশনটি চালু করে দিন।

আইফোন বা আইওএস-এ ফিচারটি আগে থেকেই ছিল, এবার অ্যান্ড্রয়েডের জন্য উন্মুক্ত করা হয়েছে। তাহলে কি গুগল নিজেদের আগে অন্যের অপারেটিং সিস্টেমে নতুন ফিচার দেয়? আসলে একদমই তা নয়, এটা অ্যান্ড্রয়েডেও ছিল, তবে সেটা বাই ডিফল্ট অফ থাকে। আপনাকে শুধু সেটিংস থেকে গিয়ে এটা চালু করে দিতে হবে। এটা একটা দারুন ফিচার। চাইলে এখনই সেটিংস থেকে সক্রিয় করে দেখতে পারেন।

হোয়াটসঅ্যাপে একসঙ্গে শেয়ার করা যাবে ১০০ ছবি!

হোয়াটসঅ্যাপে একসঙ্গে শেয়ার করা যাবে ১০০ ছবি!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি জনপ্রিয়তা ধরে রাখতে প্রায়ই নতুন ফিচার নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এবার নতুন সুবিধা হিসেবে বর্তমানের তুলনায় তিন গুণের বেশি ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে।

প্রথমদিকে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত। তারপর এই ছবি পাঠানোর পরিমাণ বেড়ে ৩০ হয়েছে। অর্থাৎ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৩০টি ছবি একসঙ্গে পাঠানো যায়। জানা গেছে, এই ছবি শেয়ার করার সংখ্যা বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

বরাবরের মতো এবারও নতুন এই সুবিধার তথ্য ফাঁস করেছে ওয়েবেটাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন পরিবর্তনগুলো শনাক্ত করে থাকে।

ওয়েবেটাইনফো’র প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার একসঙ্গে ১০০টি ছবি পাঠানোর সুবিধা পেতে যাচ্ছেন। ইতিমধ্যে কিছু সংখ্যক বিটা টেস্টারদের জন্য ফিচারটি রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ।

এর পাশাপাশি আরও একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যার আওতায় হাই কোয়ালিটির ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অর্থাৎ একসঙ্গে ১০০টি ছবি পাঠানো হলেও ছবির কোয়ালিটি নষ্ট হবে না। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই চালু হবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার।

হোয়াটসঅ্যাপে আসছে আরও কয়েকটি নতুন ফিচার-

* হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব শিগগির গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবেটাইনফো নতুন এই ফিচারের তথ্য ফাঁস করেছে।

* এতদিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও কিছু আপডেট। ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্ট্যাটাস দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে।

* স্ট্যাটাস আপডেটে ইমোজির মাধ্যমে রিপ্লাই দিতে পারবেন ব্যবহারকারীরা। কারো স্ট্যাটাস দেখে ভালো লাগলে সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন জানানোর ফিচারও চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে।

* কোনো ব্যবহারকারী স্ট্যাটাস আপডেট করলে তার প্রোফাইল পিকচারের চারপাশে একটি গোল রিং তৈরি হবে। চ্যাটের মধ্যে এরকম কোনো কনট্যাক্ট থাকলে সেখানে ক্লিক করলে সরাসরি স্ট্যাটাস দেখতে পারবেন আপনি।

বাজারে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরার অপো রেনো এইট টি

বাজারে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরার অপো রেনো এইট টি

ঢাকা::ন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল অনুষ্ঠিত এক ইভেন্টে অপো দেশের বাজারে রেনো সিরিজের সর্বশেষ সংযোজন – অপো রেনো এইট টি স্মার্টফোন উন্মোচন করেছে । অনুষ্ঠানে অপো’র উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে অলরাউন্ডার সাকিব আল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাকিব সবাইকে নিজের প্যাশনের প্রতি অনুগত থাকার জন্য অনুপ্রাণিত করেন। 

রেনো সিরিজের ফোনে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ব্যবহারকারীরা বাংলাদেশের সৌন্দর্য নিখুঁতভাবে কামেরাবন্দী করতে পারবেন। ডিভাইসটিতে আরও আছে অত্যাধুনিক ফাইবারগ্লাস-লেদার স্টিচ ডিজাইন, ৪৮ মাসের জন্য ফ্লুয়েন্সি প্রোটেকশন, সার্টিফাইড এসজিএস আই কেয়ার ডিসপ্লে এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারিসহ বেশ কিছু আকর্ষণীয় ফিচার। অপো রেনো এইট টি ফোনের মূল্য মাত্র ৩২,৯৯০ টাকা। 

ইমেজিং, ডিজাইন ও পারফরমেন্সের নতুন অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো রেনো এইট টি ফোনে বিভিন্ন আপগ্রেডেশন করা হয়েছে। ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৪০x মাইক্রোলেনসসহ অপো রেনো এইট টি ব্যবহারকারীদের ফটোগ্রাফি অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা এবং ভালো মানের প্রোফেশনাল ছবি তুলতে সাহায্য করবে। প্রাণবন্ত সেলফি তোলার জন্য এই ফোনে আছে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অপো ব্যবহারকারীদের ফটোগ্রাফি অভিজ্ঞতা নতুন উচ্চতায় নিয়ে যেতে এই ফোনে আরও আছে বোকেহ ফ্লেয়ার পোর্ট্রেট, সেলফি এইচডিআর ও এআই পোর্ট্রেট রিটাচিংয়ের মতো দুর্দান্ত সব ইমেজিং ফিচার।

অপো রেনো এইট টি ফোন সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে। সানসেট অরেঞ্জ রঙের ডিজাইনে রয়েছে ফাইবারগ্লাস-লেদার স্টিচ ডিজাইন। ফোনের চারপাশে প্লাস্টিক এজিং অপসারনের জন্য রেনো এইট টি তৈরি করার সময় অবলম্বন করা হয়েছে নতুন এক কৌশল। যার ফলে ব্যবহারকারীরা পাবেন প্রিমিয়াম অভিজ্ঞতা এবং লেদারের মতো ব্যাটারি কভারের তুলনায় অনেক হালকা ও পাতলা কভার ব্যবহারের অনুভূতি। অন্যদিকে, স্টারি ব্ল্যাক রঙের ডিজাইনে আছে অপো গ্লো টেকনিক, যার সাহায্যে ফোনটি ব্যবহারের সময় সিল্কের মতো মসৃণ অনুভূতি পাওয়া যাবে। 

এই ফোনে আরও আছে কাস্টমাইজেবল অরবিট লাইট ডিজাইন যা পাঁচটি ভিন্ন নটিফিকেশন সেটিংস সমর্থন করে। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কালার অপশন (রঙ) নির্বাচন (পার্সোনালাইজ) করতে পারবেন। এই ফোনের আল্ট্রা-স্লিম বডি ডিজাইন প্রত্যেকের ফ্যাশন স্টেটমেন্টে নতুনত্ব নিয়ে আসবে। এছাড়া, আপগ্রেডেড কালারওএস ১৩, ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ৩৩ ওয়াট সুপারভুকসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারি নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা।  

অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “অপো’র রেনো সিরিজ ইতোমধ্যেই বিশ্বব্যাপী ৭০ মিলিয়ন ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং তাদের আস্থা অর্জন করেছে। রেনো এইট টি ডিভাইসটি মূলত যারা জীবনে নতুন কিছু অর্জনে চেষ্টা করে যাচ্ছে এমন শৈল্পিক চিন্তা-চেতনা সম্পন্ন তরুণদের জন্য ডিজাইন করা হয়েছে। হালকা ও নিখুঁত ডিজাইন, অত্যাধুনিক পোর্ট্রেট ক্যামেরা প্রযুক্তি এবং দীর্ঘস্থায়ী পারফরমেন্সের সমন্বয়ের প্রতিফলন হয়েছে এই সিরিজে। এই ধারাবাহিকতায় অপো রেনো এইট টি ব্যবহারকারীদের নিত্যদিনের সব চাহিদা মেটাতে বিভিন্ন প্রোফেশনাল ফিচার ও প্রযুক্তি নিয়ে এসেছে। আমরা আশা করি, রেনো সিরিজে নতুন ফোন রেনো এইট টি ব্যবহারকারীদের ক্ষমতায়ন করবে এবং তাদের সুপ্ত প্রতিভা অন্বেষণ করতে অনুপ্রাণিত করবে।”

অপো রেনো এইট টি এখন প্রি-অর্ডার করা যাচ্ছে। প্রি-অর্ডার করা গ্রাহকরা পাবেন রেনো এইট টি গিফট বক্স, তিন মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা এবং ইন্টারনেট বান্ডেল অফার। এছাড়া, ব্যবহারকারীরা অতিরিক্ত ৫ হাজার টাকার এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন। 

বিশ্বব্যাপী মেধাবীদের গড়ে তুলতে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও ইউনেস্কো

বিশ্বব্যাপী মেধাবীদের গড়ে তুলতে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও ইউনেস্কো

[ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩] মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ -এর অংশ হিসেবে, বিশ্বব্যাপী তরুণ মেধাবীদের গড়ে  তোলার জন্য ভূমিকা রাখতে ইউনেস্কো গ্লোবাল অ্যালায়েন্স ফর লিটারেসির (জিএএল) সাথে  কাজ করবে হুয়াওয়ে। হুয়াওয়ে ও ইনস্টিটিউট ফর লাইফলং লার্নিং (ইউআইএল) সেক্রেটারিয়েট অব জিএএল এর সহ-আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল ট্যালেন্ট সামিটে এই ঘোষণা দেয়া হয়। 

সামিটে হুয়াওয়ে ও ইউআইএল স্বাক্ষরতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহারের ব্যবহারের সম্মত হয়। এ নিয়ে তারা একটি কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করে। যার অধীনে, উন্নয়নশীল দেশের শিক্ষকদের প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে ইউআইএলর বর্তমান উদ্যোগের সম্প্রসারণে আর্থিক সহায়তা দিবে হুয়াওয়ে। বর্তমানে, বাংলাদেশ, আইভরি কোস্ট, মিশর ও পাকিস্তানে ইউআইএল এর কার্যক্রম রয়েছে।     

একইসাথে, এমডব্লিউসি ডে জিরো ফোরামে বক্তব্য প্রদান করেন হুয়াওয়ের ক্যারিয়ার বিআইজির প্রেসিডেন্ট লি পেং। বক্তব্যে তিনি, ফাইভজি কীভাবে ইন্টেলিজেন্ট বিশ্বের সম্ভাবনা উন্মোচন করছে এবং ৫.৫জির দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে এ যাত্রায় কীভাবে নতুন সব মাইলফলক অর্জন করা যাবে, এ বিষয়ে আলোচনা করেন তিনি।       

এই ফোরামে খাতসংশ্লিষ্ট সবাই একসাথে কাজ করার মাধ্যমে কীভাবে সবুজ ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির দিকে এগিয়ে যাওয়া যাবে বক্তব্যে এ নিয়ে আলোচনা করেন লি পেং। তিনি উল্লেখ করেন, এ লক্ষ্য অর্জনে ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হুয়াওয়ের গাইড (জিইউআইডিই) বিজনেস ব্লুপ্রিন্ট। বক্তব্যে তিনি ফাইভজির ক্ষেত্রে বিশ্বের নানা উদ্ভাবন ও সাম্প্রতিক অবস্থা নিয়েও আলোচনা করেন। 

হুয়াওয়ে:

হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সমৃদ্ধ জীবন নিশ্চিতকরণ ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে একটি উন্নত ও সংযুক্ত পৃথিবী গড়ে তোলাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। নতুন উদ্ভাবনের মাধ্যমে হুয়াওয়ে একটি পরিপূর্ণ আইসিটি সল্যুশন পোর্টফোলিও প্রতিষ্ঠা করেছে, যা গ্রাহকদের টেলিকম ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, ডিভাইস এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধাসমূহ প্রদান করে। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৭০টির বেশি দেশ ও অঞ্চলে সেবা দিচ্ছে, যা বিশ্বের এক তৃতীয়াংশ জনসংখ্যার সমান। এক লাখ ৯৭ হাজারের বেশি কর্মী নিয়ে বিশ্বব্যাপী টেলিকম অপারেটর, উদ্যোক্তা ও গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করে ভবিষ্যতের তথ্যপ্রযুক্তি ভিত্তিক সমাজ তৈরির লক্ষ্যে হুয়াওয়ে এগিয়ে চলেছে। 

শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে, গত ২৩ বছর ধরে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি শিল্প, টেলিকম অপারেটর এবং স্থানীয় অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে তথ্য-প্রযুক্তির সেবা পৌঁছে দিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে অসামান্য ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি। এছাড়া বিভিন্ন সিএসআর কর্মসূচী পরিচালনার মাধ্যমে সামাজিক ক্ষেত্রেও নানান অবদান রাখছে হুয়াওয়ে। অগ্রযাত্রার পথে, বাংলাদেশের সাথে এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে হুয়াওয়ে।

বিস্তারিত জানতে ভিজিট করুন হুয়াওয়ের ওয়েবসাইট www.huawei.com এবং যুক্ত থাকুন আমাদের ফেইসবুক পেইজে https://www.facebook.com/HuaweiTechBD/

সেরা ৫টি ভিডিও এডিটিং অ্যাপ আপনার স্মার্টফোনের জন্য || Best Video Editing Apps For Android 2023

সেরা ৫টি ভিডিও এডিটিং অ্যাপ আপনার স্মার্টফোনের জন্য || Best Video Editing Apps For Android 2023

আপনার ডিভাইসে প্রিমিয়াম ভার্সন ইনস্টল করার জন্য। ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, কেবলমাত্র সেই লিংকগুলি অনুসন্ধান করুন এবং চেষ্টা করুন।

আপনি যেখানেই সোশ্যাল মিডিয়া প্রকাশক বা YouTube বিষয়বস্তু নির্মাতা হন না কেন স্মার্টফোনে ভিডিও সম্পাদনা করা একটি দুর্দান্ত পছন্দ৷ মোবাইলে ভিডিও প্রসেস করার জন্য অনেক অ্যাপ আছে, কিন্তু ব্যবহারকারীদের জন্য তেমন উপযোগী টুল নয়। তাই ফ্রিমিয়াম সংস্করণ সহ গুগল প্লে স্টোরে উপলব্ধ সবচেয়ে জনপ্রিয় এবং দরকারী ভিডিও সম্পাদনা অ্যাপ এখানে রয়েছে।

ভিডিও এডিটিং সফটওয়্যার কি?

ভিডিও সম্পাদনা সফ্টওয়্যার এমন সরঞ্জামগুলিকে বোঝায় যা ব্যবসাগুলিকে সফলভাবে একটি ভিডিও বা মুভি ফাইল সম্পাদনা, পরিবর্তন, জেনারেট বা ম্যানিপুলেট করতে সহায়তা করে। আপনি ভিডিওটিকে আরও ভাল প্রবাহ দিতে, বিভাগগুলি সরাতে এবং ভিডিওটিকে উন্নত করতে প্রভাবগুলি যোগ করতে ভিডিওটি কাট এবং সাজাতে পারেন৷ কোম্পানিগুলি, আকার নির্বিশেষে, শক্তিশালী ভিডিও সামগ্রী তৈরি করতে একটি ভাল ভিডিও সম্পাদক থেকে উপকৃত হতে পারে।

1. KineMaster

এটি কয়েক মিলিয়নেরও বেশি ইনস্টলেশন সহ ভিডিও সম্পাদনার জন্য একটি নিফটি টুল। কাইনমাস্টার ভিডিও এডিটরে কাট, ক্রপ, ট্রিম, রিভার্সের মতো মৌলিক বৈশিষ্ট্য থেকে শুরু করে একাধিক স্তরের সমন্বয়, হাতের লেখা, রঙ সমন্বয়, ব্লেন্ডিং মোড, কীফ্রেম, স্লো-মো এবং টাইমল্যাপসের মতো অগ্রিম বৈশিষ্ট্যগুলি উপলব্ধ।

আপনি KineMaster এর সাথে 30fps-এ 4K রেজোলিউশন পর্যন্ত উচ্চ-মানের ভিডিও রপ্তানি করতে পারেন। আপনার ভিডিওতে চমৎকার মিউজিক ইফেক্ট যোগ করতে এতে অনেক সাউন্ড ইফেক্ট আছে যা আপনি বেছে নিতে পারেন। বিনামূল্যের সংস্করণে রয়েছে ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক অপসারণ করতে আপনাকে প্রিমিয়াম সংস্করণের জন্য সদস্যতা নিতে হবে যার জন্য আপনাকে মাসিক $4.99 থেকে বার্ষিক ভিত্তিতে $39.99 খরচ করতে হবে।

2.Viva Video

ইফেক্ট, ভিএফএক্স, ইমোজি, থিম এবং ট্রানজিশন এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামগুলির মতো অনেকগুলি বৈশিষ্ট্য সহ একটি সেরা ভিডিও সম্পাদনা সফ্টওয়্যার৷ আমি এই অ্যাপটি ব্যবহার করে অনেক স্লাইডশো তৈরি করেছি। প্লে স্টোরে এই অ্যাপটির বিনামূল্যে এবং প্রিমিয়াম উভয় সংস্করণ পাওয়া যায়। পেইড ভার্সন Viva Video Pro-এর দাম আপনার BDT 250tk। এছাড়াও Viva ভিডিও এডিটরে প্রিমিয়াম বৈশিষ্ট্যগুলি উপলব্ধ রয়েছে যার জন্য আপনার খরচ হবে 80tk থেকে 5,300tk।

3. InShot

এটি অ্যান্ড্রয়েডের জন্য ব্যবহার করা সবচেয়ে সহজ ভিডিও এডিটরগুলির মধ্যে একটি। এটিতে আপনার ভিডিওগুলি প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় সমস্ত মৌলিক সরঞ্জাম রয়েছে৷ এটিতে ইন্টারফেস এবং সোশ্যাল মিডিয়া শেয়ারিং বিকল্পগুলি ব্যবহার করা সহজ। আপনি এটি ব্যবহার করে আপনার ছবি সম্পাদনা করতে পারেন। এই অ্যাপটি ফ্রিমিয়াম এবং পেইড সংস্করণ সহ Android এবং iOS উভয় ডিভাইসের জন্য উপলব্ধ।

4.PowerDirector

PowerDirector সমর্থন করে একটি জনপ্রিয় ভিডিও এডিটিং সফ্টওয়্যার যা সমস্ত উইন্ডোজ, iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য উপলব্ধ। PowerDirector-এ অন্যান্য এডিটরদের মতো স্বাভাবিকভাবে আপনার ভিডিওগুলি সম্পাদনা করার জন্য আপনার প্রয়োজনীয় সমস্ত দুর্দান্ত বৈশিষ্ট্য রয়েছে৷

কিন্তু এই অ্যাপটি ব্যবহারকারী বান্ধব এবং ভিডিও রপ্তানি করার জন্য দ্রুত এবং চটকদার। সম্পূর্ণ অ্যাক্সেস পেতে আপনাকে এই অ্যাপের জন্য প্রায় 3,000 টাকা খরচ করতে হবে।

 

5.VideoShow

ভিডিওশোতে আপনার ভিডিওগুলিকে উজ্জ্বল করার জন্য অনেকগুলি প্রিসেট এবং সরঞ্জাম রয়েছে, আপনি এই অ্যাপটি ব্যবহার করে আপনার ভিডিওগুলির জন্য আশ্চর্যজনক ভূমিকার জন্য একটি স্লাইডশো, ভিলগ ভিডিও তৈরি করতে পারেন৷ সমস্ত বৈশিষ্ট্য পেতে আপনাকে 80 টাকা থেকে 5,900 টাকা বা ভিআইপি সাবস্ক্রিপশন দিতে হবে।

উপসংহারঃ

এখানে আপনি ভিডিও প্লেয়ার সম্পর্কে আপনার যা জানা দরকার এবং তারা আপনার জন্য কী করতে পারে তা খুঁজে পাবেন, যাতে আপনি জানেন যে আপনি যখন আপনার প্রয়োজন হবে তখন আপনার প্রয়োজনীয় সবকিছু আপনাকে সরবরাহ করতে আমাদের উপর আস্থা রাখতে পারেন।

১০টি সেরা ফ্রি অ্যাপ সিনেমা ডাউনলোড করার জন্য || Top 10 Free Apps To Download Movies

১০টি সেরা ফ্রি অ্যাপ সিনেমা ডাউনলোড করার জন্য || Top 10 Free Apps To Download Movies

আপনি আপনার অফিসে দুপুরের খাবার খেয়ে বা বৃষ্টির দিনে সময় কাটানোর চেষ্টা করলে আপনার ফোনে সিনেমা দেখা নিজেকে নিযুক্ত রাখার একটি চমৎকার উপায়। আপনার যদি একটি অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে, তাহলে Android-এ বিনামূল্যে সিনেমা ডাউনলোড করার জন্য এখানে ১০টি সেরা অ্যাপ রয়েছে।

নতুন সিনেমা ডাউনলোড করার জন্য ১০টি সেরা অ্যাপ।

বেশিরভাগ মানুষ আজকাল নেটফ্লিক্স এবং ডিজনির মতো স্ট্রিমিং পরিষেবাগুলিতে সিনেমা এবং টিভি পর্বগুলি দেখেন। যতক্ষণ না আপনার সাবস্ক্রিপশন আছে এবং অফলাইনে থাকার প্রয়োজন নেই, এটি একটি চমৎকার বিকল্প।

আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পরে দেখার জন্য বিনামূল্যে সিনেমা বা টিভি সিরিজ ডাউনলোড করতে চান, তাহলে আপনার স্ট্রিমিং পরিষেবার পরিবর্তে নিম্নলিখিত অ্যান্ড্রয়েড অ্যাপগুলির মধ্যে একটি ব্যবহার করা উচিত।

এই অ্যাপ্লিকেশানগুলি আপনাকে অফলাইনে থাকাকালীন আপনার প্রিয় টিভি শোগুলি বিনামূল্যে দেখতে দেয়৷ আপনি যখন বেড়াতে থাকেন বা আপনার প্রিমিয়াম সদস্যতা পুনর্নবীকরণ করতে ভুলে যান, তখন এই অ্যাপটি কাজে আসে। আসুন জেনে নেই অ্যান্ড্রয়েডে বিনামূল্যে সিনেমা দেখার ও ডাউনলোড করার জন্য সেরা ১০টি অ্যাপ সম্পর্কে।

1.Pluto TV

এটি একটি চ্যানেল-ভিত্তিক অ্যাপ যার মধ্যে ১০০ টিরও বেশি চ্যানেল রয়েছে যা নতুন মুভি এবং স্পোর্টস চ্যানেল সহ সকলের পছন্দ অনুসারে। এর ইউজার ইন্টারফেসটি প্রচলিত টিভি প্রোগ্রামিং গ্রিডের সাথে সাদৃশ্যপূর্ণ, এটি স্ট্রিমিং বিষয়বস্তু খুঁজে পাওয়া সহজ করে তোলে। আপনি সাইন আপ করার সময়, আপনি আপনার চ্যানেলগুলি বেছে নিতে সক্ষম হবেন৷ প্লুটো টিভি অনন্য যে এটি লাইভ স্ট্রিমিং এবং অন-ডিমান্ড সামগ্রী উভয়ই অফার করে।

Download Link: Pluto TV

2. Tubi

আপনি একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে বিনামূল্যে সিনেমা দেখার পাশাপাশি ডাউনলোড করতে Tubi ব্যবহার করতে পারেন। তা ছাড়াও, Tubi-তে বিনামূল্যের চলচ্চিত্রগুলির একটি বড় লাইব্রেরি রয়েছে, যার মধ্যে অনেকগুলি আপনি আপনার অ্যান্ড্রয়েডে ডাউনলোড করতে এবং উচ্চ সংজ্ঞায় দেখতে পারেন। সাপ্তাহিক ভিত্তিতে, অ্যাপের ক্যাটালগে নতুন সিনেমা এবং শো যুক্ত করা হয়।

Tubi ব্যবহার করা সহজ, যেমন আপনার প্রিয় সিনেমা বুকমার্ক করা এবং পরে দেখার জন্য একটি ব্যক্তিগত সারি স্থাপনের মত বৈশিষ্ট্য সহ। অ্যাপটি Chromecast, Apple TV, Roku এবং Amazon Fire TV এর সাথে কাজ করে, যাতে আপনি বড় ডিসপ্লেতে আপনার পছন্দের সিনেমা দেখতে পারেন।

Download Link: Tubi

3. BET+

BET+, BET-এর অন-ডিমান্ড স্ট্রিমিং পরিষেবা, আত্মপ্রকাশ করেছে, Android এবং Android TV উভয়ের জন্যই অ্যাপগুলি এখনই উপলব্ধ। BET নেটওয়ার্ক এবং টাইলার পেরি স্টুডিও এই পরিষেবাতে সহযোগিতা করেছে, যা কালো নির্মাতাদের দ্বারা তৈরি বিষয়বস্তুর উপর দৃষ্টি নিবদ্ধ করে।

বিজ্ঞাপন-মুক্ত পরিষেবার মধ্যে বিদ্যমান এবং তাজা সিনেমা এবং টিভি শো, যেমন BET-এর ফার্স্ট ওয়াইভস ক্লাব এবং DL Hughley, Sinbad, Nick Cannon এবং অন্যান্যদের আসন্ন স্ট্যান্ড-আপ স্পেশালগুলি অন্তর্ভুক্ত রয়েছে৷ অন্যান্য ভায়াকম নেটওয়ার্কের শো যেমন VH1, MTV এবং কমেডি সেন্ট্রালও দেখা হবে।

আপনার কাছে যদি রোকু, ফায়ার টিভি বা এক্সবক্সের মতো স্ট্রিমিং ডিভাইস থাকে তবে আপনি একটি বড় স্ক্রিনে সাম্প্রতিক চলচ্চিত্রগুলি উপভোগ করতে পারেন। আপনাকে শুধু আপনার স্ট্রিমিং ডিভাইসে BET অ্যাপটি ইনস্টল এবং সক্রিয় করতে হবে এবং আপনি কোনো ঝামেলা ছাড়াই আপনার পছন্দের সিনেমা দেখতে ভালো।

Download Link: BET

4. Popcorn Time

আপনি যদি কখনও আপনার স্মার্টফোনে ভিডিও ডাউনলোড করতে টরেন্ট ব্যবহার করে থাকেন, তাহলে পপকর্ন টাইম একটি স্বাগত সংযোজন হবে। আপনি যখন এই অ্যাপ থেকে একটি মুভি বেছে নেন, তখন এটি ডাউনলোড করতে BitTorrent প্রোটোকল ব্যবহার করা হয়।

এটি বোঝায় যে এটি অন্যান্য ব্যবহারকারীদের সাথেও ডাউনলোড করা সামগ্রী ভাগ করতে শুরু করে৷ এটি দ্রুত ডাউনলোডের হারের পাশাপাশি সাইটে মুভি এবং টিভি সিরিজের বিস্তৃত নির্বাচন সক্ষম করে।

পপকর্ন টাইমের প্রায় সমস্ত বিষয়বস্তু HD তে এবং বিভিন্ন ভাষায় সাবটাইটেল সহ অ্যাক্সেসযোগ্য।

Download Link: Popcorn Time

5.Vudu

Vudu একটি বিনামূল্যের অ্যাপ্লিকেশন যা আপনাকে অ্যান্ড্রয়েড ডিভাইসে সিনেমা এবং টিভি শো দেখতে এবং ডাউনলোড করতে দেয়। এটিতে চলচ্চিত্র এবং টিভি শোগুলির একটি বড় নির্বাচন রয়েছে যা আপনি অনলাইনে দেখতে পারেন বা পরে আপনার Android স্মার্টফোনে দেখতে ডাউনলোড করতে পারেন৷ অ্যাপটি ডাউনলোড এবং ব্যবহারের জন্য বিনামূল্যে, আপনি আপনার সামগ্রী অ্যাক্সেস করার আগে আপনাকে কয়েকটি বিজ্ঞাপন দেখতে বাধ্য করা হবে।

যাইহোক, Vudu যে ভিজ্যুয়াল এবং সাউন্ড কোয়ালিটি প্রদান করতে পারে তা সবই সার্থক করে তোলে। দর্শনীয় 4K UHD তে আপনার প্রিয় শিরোনাম দেখার বিকল্প এই অ্যাপের সেরা বৈশিষ্ট্য। এটি ডলবি ভিশন এইচডিআর সাউন্ড কোয়ালিটি নিয়েও গর্ব করে, এটি নিশ্চিত করে যে আপনি আপনার টেলিভিশন দেখার অভিজ্ঞতা উপভোগ করছেন।

Download Link: Vudu

6. ShowBox

শোবক্স সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড মুভি অ্যাপগুলির মধ্যে একটি। এটি প্রদত্ত এবং বিনামূল্যে উভয় সামগ্রীর হাজার হাজার পৃষ্ঠা অফার করে। এই সম্পদগুলির মধ্যে কিছু, যদিও, সম্পূর্ণ আইনি নয়, তাই সতর্কতার সাথে এগিয়ে যান।

এই সম্ভাব্য অসুবিধাগুলির কারণে, ShowBox Google Play এ উপলব্ধ নয়, তাই আপনাকে এটিকে আপনার Android স্মার্টফোনে সাইডলোড করতে হবে৷ প্রাথমিক যে বিষয়ে সতর্ক থাকতে হবে তা হল অ্যাপটির ডাউনলোডের উৎস। দর্শকদের সচেতন হওয়া উচিত যে এই অ্যাপটি হোস্ট করছে এমন কিছু ওয়েবসাইটে বিপজ্জনক স্পাইওয়্যার থাকতে পারে।

Download Link: ShowBox

7. PopcornFlix

PopcornFlix হল আরও একটি বিনামূল্যের মুভি অ্যাপ যেখানে অনেক ধরনের স্বাধীন চলচ্চিত্র রয়েছে। বিজ্ঞাপন দ্বারা সমর্থিত এই অ্যাপটিতে আন্তর্জাতিক চলচ্চিত্রের একটি ভাল নির্বাচন রয়েছে। এটি বিভিন্ন প্ল্যাটফর্মেও উপলব্ধ, এবং তরুণদের জন্য একটি সংস্করণ রয়েছে যাতে সোশ্যাল মিডিয়া শেয়ারিং এবং মন্তব্য অন্তর্ভুক্ত থাকে।

Download Link: PopcornFlix

সফটওয়্যারঅসফটওয়্যার্অযাপ8. Sony Crackle

Sony Crackle হল একটি মুভি এবং টেলিভিশন অ্যাপ যাতে একটি সহজ UI স্ট্রিম করা যায় এবং Android এ বিনামূল্যে মুভি ডাউনলোড করা যায়। পরিষেবা বিনামূল্যে কারণ বিজ্ঞাপন আছে. তারা মাঝে মাঝে বিরক্তিকর হতে পারে, কিন্তু বড় মিডিয়া কর্পোরেশন থেকে লাইসেন্সকৃত সামগ্রীর গুণমান ক্র্যাকলকে একটি কার্যকর প্রতিযোগী করে তোলে।

ক্র্যাকল, অনেক সেরা মুভি অ্যাপ্লিকেশনের মতো, অ্যান্ড্রয়েড ছাড়াও বিভিন্ন ডিভাইসে উপলব্ধ। থাম্বস আপ বা ডাউন সহ মুভিগুলিকে রেট করার বিকল্প, সেইসাথে অন্যান্য প্রোগ্রামিং সুপারিশগুলি হল দুটি দরকারী টুল। আপনি এই মুহূর্তে যা দেখছেন তার উপর ভিত্তি করে ক্র্যাকল পরবর্তীতে কী দেখতে হবে তার পরামর্শ দেবে।

Download Link: Sony Crackle

9.Vidmix

VidMix হল একটি বিনামূল্যের Android APK যা আপনি YouTube, Facebook, DailyMotion, Instagram এবং আরও অনেক কিছুর মত জনপ্রিয় ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে ব্যবহার করতে পারেন। এটিতে 8K ভিডিও ডাউনলোড এবং স্ট্রিম করার ক্ষমতা রয়েছে, এছাড়াও আপনাকে সাউন্ডক্লাউডের মতো প্রদানকারীদের থেকে বিনামূল্যে সঙ্গীত ডাউনলোড বা স্ট্রিম করতে দেয়।

Download Link: Vidmix

10. Cinema HD

Cinema HD হল একটি জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সফ্টওয়্যার যা আপনাকে স্থানীয়ভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে সিনেমা ডাউনলোড এবং দেখতে দেয়। অনুরূপ প্রোগ্রামগুলির তুলনায় এর সবচেয়ে বড় সুবিধা হল আপনার পছন্দের সিনেমা দেখার জন্য আপনাকে বিরক্তিকর পপ-আপ বিজ্ঞাপনগুলির সাথে মোকাবিলা করতে হবে না।

সিনেমা এইচডি এইচডি মানের অফার করে, তবে আপনি আপনার পছন্দের যেকোনো রেজোলিউশনে সিনেমা ডাউনলোড করতে পারেন। সাবটাইটেল সহ অনেক বিদেশী ভাষার সিনেমাও রয়েছে।

প্রধান অসুবিধা হল সিনেমা এইচডি প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য সর্বদা অ্যাক্সেসযোগ্য নয়, তাই আপনাকে ম্যানুয়ালি APK ফাইলটি ডাউনলোড করতে হবে এবং এটি আপনার ফোনে ইনস্টল করতে হবে।

Download Link: Cinema HD

উপসংহারঃ

আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য একটি বিনামূল্যের মুভি ডাউনলোড অ্যাপের মাধ্যমে Wi-Fi-এর মাধ্যমে শো এবং সিনেমা ডাউনলোড করে মোবাইল ডেটা সংরক্ষণ করতে পারেন। আপনি যখন পরে বাইরে যাবেন, তখন আপনি ড্রাইভিং করার সময় ডাউনলোড করা সিনেমা দেখতে পারবেন। এই ডাউনলোড করা চলচ্চিত্রগুলি দেখতে, আপনাকে Wi-Fi বা ডেটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকতে হবে না৷

সম্ভব হলে একটি বহিরাগত মেমরি কার্ডে সিনেমা সংরক্ষণ করুন. অ্যাপটি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনের জন্য বিনামূল্যে পূর্ণ চলচ্চিত্র ডাউনলোড করার সময় এটি বিশেষত গুরুত্বপূর্ণ। এটি আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের অভ্যন্তরীণ মেমরিতে স্থান বাঁচাতে সাহায্য করবে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি জনপ্রিয়তা ধরে রাখতে প্রায়ই নতুন ফিচার নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এবার নতুন সুবিধা হিসেবে বর্তমানের তুলনায় তিন গুণের বেশি ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে।   প্রথমদিকে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত। তারপর এই ছবি পাঠানোর পরিমাণ বেড়ে ৩০ হয়েছে। অর্থাৎ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৩০টি ছবি একসঙ্গে পাঠানো যায়। জানা গেছে, এই ছবি শেয়ার করার সংখ্যা বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।        বরাবরের মতো এবারও নতুন এই সুবিধার তথ্য ফাঁস করেছে ওয়েবেটাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন পরিবর্তনগুলো শনাক্ত করে থাকে।  ওয়েবেটাইনফো’র প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার একসঙ্গে ১০০টি ছবি পাঠানোর সুবিধা পেতে যাচ্ছেন। ইতিমধ্যে কিছু সংখ্যক বিটা টেস্টারদের জন্য ফিচারটি রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ।   এর পাশাপাশি আরও একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যার আওতায় হাই কোয়ালিটির ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অর্থাৎ একসঙ্গে ১০০টি ছবি পাঠানো হলেও ছবির কোয়ালিটি নষ্ট হবে না। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই চালু হবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার।         হোয়াটসঅ্যাপে আসছে আরও কয়েকটি নতুন ফিচার-  * হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব শিগগির গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবেটাইনফো নতুন এই ফিচারের তথ্য ফাঁস করেছে।   * এতদিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও কিছু আপডেট। ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্ট্যাটাস দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে।         * স্ট্যাটাস আপডেটে ইমোজির মাধ্যমে রিপ্লাই দিতে পারবেন ব্যবহারকারীরা। কারো স্ট্যাটাস দেখে ভালো লাগলে সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন জানানোর ফিচারও চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে।  * কোনো ব্যবহারকারী স্ট্যাটাস আপডেট করলে তার প্রোফাইল পিকচারের চারপাশে একটি গোল রিং তৈরি হবে। চ্যাটের মধ্যে এরকম কোনো কনট্যাক্ট থাকলে সেখানে ক্লিক করলে সরাসরি স্ট্যাটাস দেখতে পারবেন আপনি।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি জনপ্রিয়তা ধরে রাখতে প্রায়ই নতুন ফিচার নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এবার নতুন সুবিধা হিসেবে বর্তমানের তুলনায় তিন গুণের বেশি ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে।  প্রথমদিকে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত। তারপর এই ছবি পাঠানোর পরিমাণ বেড়ে ৩০ হয়েছে। অর্থাৎ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৩০টি ছবি একসঙ্গে পাঠানো যায়। জানা গেছে, এই ছবি শেয়ার করার সংখ্যা বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বরাবরের মতো এবারও নতুন এই সুবিধার তথ্য ফাঁস করেছে ওয়েবেটাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন পরিবর্তনগুলো শনাক্ত করে থাকে। ওয়েবেটাইনফো’র প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার একসঙ্গে ১০০টি ছবি পাঠানোর সুবিধা পেতে যাচ্ছেন। ইতিমধ্যে কিছু সংখ্যক বিটা টেস্টারদের জন্য ফিচারটি রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ।  এর পাশাপাশি আরও একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যার আওতায় হাই কোয়ালিটির ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অর্থাৎ একসঙ্গে ১০০টি ছবি পাঠানো হলেও ছবির কোয়ালিটি নষ্ট হবে না। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই চালু হবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার।  হোয়াটসঅ্যাপে আসছে আরও কয়েকটি নতুন ফিচার- * হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব শিগগির গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবেটাইনফো নতুন এই ফিচারের তথ্য ফাঁস করেছে।  * এতদিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও কিছু আপডেট। ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্ট্যাটাস দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে।  * স্ট্যাটাস আপডেটে ইমোজির মাধ্যমে রিপ্লাই দিতে পারবেন ব্যবহারকারীরা। কারো স্ট্যাটাস দেখে ভালো লাগলে সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন জানানোর ফিচারও চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে। * কোনো ব্যবহারকারী স্ট্যাটাস আপডেট করলে তার প্রোফাইল পিকচারের চারপাশে একটি গোল রিং তৈরি হবে। চ্যাটের মধ্যে এরকম কোনো কনট্যাক্ট থাকলে সেখানে ক্লিক করলে সরাসরি স্ট্যাটাস দেখতে পারবেন আপনি।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি জনপ্রিয়তা ধরে রাখতে প্রায়ই নতুন ফিচার নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এবার নতুন সুবিধা হিসেবে বর্তমানের তুলনায় তিন গুণের বেশি ছবি পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে।

প্রথমদিকে হোয়াটসঅ্যাপে একসঙ্গে ১০টি ছবি পাঠানো যেত। তারপর এই ছবি পাঠানোর পরিমাণ বেড়ে ৩০ হয়েছে। অর্থাৎ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৩০টি ছবি একসঙ্গে পাঠানো যায়। জানা গেছে, এই ছবি শেয়ার করার সংখ্যা বাড়াতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

 

বরাবরের মতো এবারও নতুন এই সুবিধার তথ্য ফাঁস করেছে ওয়েবেটাইনফো। এই ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন পরিবর্তনগুলো শনাক্ত করে থাকে।

ওয়েবেটাইনফো’র প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এবার একসঙ্গে ১০০টি ছবি পাঠানোর সুবিধা পেতে যাচ্ছেন। ইতিমধ্যে কিছু সংখ্যক বিটা টেস্টারদের জন্য ফিচারটি রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ।

এর পাশাপাশি আরও একটি ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। যার আওতায় হাই কোয়ালিটির ছবি শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অর্থাৎ একসঙ্গে ১০০টি ছবি পাঠানো হলেও ছবির কোয়ালিটি নষ্ট হবে না। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই চালু হবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার।

 

হোয়াটসঅ্যাপে আসছে আরও কয়েকটি নতুন ফিচার-

* হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা খুব শিগগির গ্রুপ চ্যাটের ক্ষেত্রে কল শিডিউলের সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবেটাইনফো নতুন এই ফিচারের তথ্য ফাঁস করেছে।

* এতদিন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ছবি বা ভিডিও আপলোড করার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও কিছু আপডেট। ৩০ সেকেন্ডের ভয়েস রেকর্ড করে স্ট্যাটাস দেওয়ার ফিচারও এবার রোল আউট করা হবে হোয়াটসঅ্যাপে।

* স্ট্যাটাস আপডেটে ইমোজির মাধ্যমে রিপ্লাই দিতে পারবেন ব্যবহারকারীরা। কারো স্ট্যাটাস দেখে ভালো লাগলে সেখানে ইমোজি দিয়ে রিঅ্যাকশন জানানোর ফিচারও চালু হচ্ছে হোয়াটসঅ্যাপে।

* কোনো ব্যবহারকারী স্ট্যাটাস আপডেট করলে তার প্রোফাইল পিকচারের চারপাশে একটি গোল রিং তৈরি হবে। চ্যাটের মধ্যে এরকম কোনো কনট্যাক্ট থাকলে সেখানে ক্লিক করলে সরাসরি স্ট্যাটাস দেখতে পারবেন আপনি।

দেশের ক্রেতারা অগ্রিম বুকিং দিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা

দেশের ক্রেতারা অগ্রিম বুকিং দিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি::::: অত্যাধুনিক সব প্রযুক্তি ও ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে আসার মাধ্যমে স্মার্টফোনপ্রেমীদের স্মার্টফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করে আসছে স্যামসাং। নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা নিয়ে আসার মাধ্যমে স্মার্টফোন বিশ্বে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেলো স্যামসাং। দেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য সুখবর হচ্ছে, এখন মুহূর্তেই তারা অগ্রিম বুকিং দিতে পারবেন উদ্ভাবনী প্রযুক্তি ও ফিচার সমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা। 

অগ্রিম বুকিং -এ ক্রেতারা ১৫ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন; এছাড়াও, ইএমআই (নির্দিষ্ট ব্যাংকে বিনাসুদে ২৪ মাস পর্যন্ত ০% ইএমআই) এর ক্ষেত্রে রয়েছে রয়েছে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশবাক। এই অফারের মাধ্যমে স্মার্টফোনপ্রেমীরা ৩১ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। অগ্রিম বুকিং -এ ১৭ হাজার টাকা সমমূল্যের ডাবল স্টোরেজ সুবিধাও দিচ্ছে স্যামসাং। স্যামসাং ২৫৬ জিবি সংস্করণের মূল্যে ক্রেতাদের হাতে তুলে দিবে ডিভাইসটির ৫১২ জিবি সংস্করণ। এছাড়াও, ক্রেতারা পাবেন ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং ট্রাভেল অ্যাডাপ্টার (বাংলাদেশে ছাড়া শুধুমাত্র আরেকটি দেশে এ ইন-প্যাকেজ এ সুবিধা দিচ্ছে স্যামসাং)। পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা অগ্রিম বুকিং দেয়ার মাধ্যমে এক বছরের জন্য ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টএ ক্রেতারা ৫০ শতাংশ ছাড় পাবেন, এক্ষেত্রে তারা সঞ্চয় করতে পারবেন ৩০ হাজার টাকা!   

এ নিয়ে স্যামসাং এর হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান, “স্যামসাং -এর স্মার্টফোন লাইন-আপে এক দুর্দান্ত সংযোজন স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা। এ স্মার্টফোনের মাধ্যমে স্মার্টফোন খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে স্যামসাং। স্মার্টফোনটিতে রয়েছে আরও বেশি স্টোরেজ, যুগান্তকারী ক্যামেরা প্রযুক্তি এবং স্মার্টফোন ব্যবহারে অনন্য অভিজ্ঞতা নিশ্চিতে চমৎকার সব ফিচার। আমাদের প্রত্যাশা, ক্রেতারা অসাধারণ এ স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে এর উদ্ভাবনী ও চমকপ্রদ সব প্রযুক্তি ও ফিচার উপভোগ করবেন।”

ক্রেতারা এখন  samsung.com/bd ভিজিট করে ২০ হাজার টাকা দিয়ে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা অগ্রিম বুকিং দিতে পারবেন। ডিভাইসটির ২৫৬জিবি ভার্সনটির বাজারমূল্য

নির্ধারণ করা হয়েছে ১,৯৭,৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। কিন্তু গ্রাহকরা এই মূল্যে ৫১২জিবি ভার্সন কিনতে পারবেন!

উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রায় রয়েছে স্মার্টফোন খাতের প্রথম ২০০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর এবং এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির কার্যকরী প্রসেসর। এছাড়াও, এ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস ২। উদ্ভাবনী এসব সংযোজন স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে করবে আরও উপভোগ্য।

গ্যালাক্সি এস২৩ সিরিজ উন্মোচন করলো স্যামসাং

গ্যালাক্সি এস২৩ সিরিজ উন্মোচন করলো স্যামসাং

প্রযুক্তিপ্রেমীদের জন্য ২০২৩ সালের বহুল প্রতীক্ষিত স্মার্টফোন গ্যালাক্সি এস২৩, গ্যালাক্সি এস২৩+ ও গ্যালাক্সি এস২৩ আল্ট্রা উন্মোচন করলো স্যামসাং।

২০০ মেগাপিক্সেল ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ও গরিলা গ্লাস ভিক্টাস ২ এর মতো দুর্দান্ত সব ফিচার গ্যালাক্সি এস২৩ সিরিজের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে আয়োজিত ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্টের মাধ্যমে ডিভাইসগুলো বিশ্বব্যাপী উন্মোচন করা হয়।

গ্যালাক্সি এস২৩ সিরিজের মাধ্যমে স্যামসাং বাজারে নিয়ে এসেছে নতুন গরিলা গ্লাস ভিক্টাস ২। এটি হাত থেকে পড়ে গিয়ে ফোনের ক্ষতি হওয়া থেকে সুরক্ষা দেবে এবং ফোনের লাইফ সাইকেল ৪-৫ বছর পর্যন্ত বাড়াবে। গ্যালাক্সি এস২৩ আল্ট্রা, গ্যালাক্সি এস২৩+ ও গ্যালাক্সি এস২৩ ডিভাইসগুলোতে যথাক্রমে ৬.৮ ইঞ্চি, ৬.৬ ইঞ্চি ও ৬.১ ইঞ্চির স্ক্রিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, তিনটি ডিভাইসের থাকবে ১,৭৫০ নিটস ডিসপ্লে ব্রাইটনেস।

উন্মোচন করা প্রতিটি ফোনেই থাকছে অ্যান্ড্রয়েড ১৩, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ। আগের জেনারেশনগুলোর তুলনায় স্ন্যাপড্রাগনের নতুন এই প্রসেসর ২৫ শতাংশ বেশি দ্রুত কাজ করে, যা গেমস খেলার অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তুলবে। একইসঙ্গে, আগের চেয়ে ৪০ শতাংশ বেশি বিদ্যুৎসাশ্রয় করবে স্ন্যাপড্রাগন জেন ২।

গ্যালাক্সি এস২৩ আল্ট্রায় থাকছে ওআইএস সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, অটোফোকাস সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১০এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। আইএসওসিইএলএল এইচপি ২ এর মাধ্যমে ক্যামেরা আরও নিখুঁত ছবি তুলতে পারবে এবং একইসঙ্গে ৮কে ভিডিওর ক্ষেত্রে ৩০ ফ্রেমস পার সেকেন্ডের ফলে কম আলোতেও ঝকঝকে ভিডিও করতে পারবেন ব্যবহারকারীরা। লো লাইট ফটোগ্রাফির জন্য ‘নাইটোগ্রাফি’ সহ দারুন সব ফিচার থাকছে গ্যালাক্সি এস২৩ আল্ট্রায়।

জানা গেছে, বাংলাদেশে খুব শিগগির গ্যালাক্সি২৩ আল্ট্রা ফোনটির প্রি-অর্ডার শুরু হতে যাচ্ছে। দেশে এই ফোনের ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি রমের ভার্সনটি উন্মোচন করা হবে। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির এই ফোনে থাকবে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা।